প্রথম চেষ্টায় 'user busy'...
দ্বিতীয়বারে 'network busy' ...
তৃতীয় দফায় 'no answer' ...
চতুর্থ (অপ)চেষ্টায় (এবং আমার তরফ থেকে ধৈর্যের শেষ সীমায়) কল রিসিভ হল। রাস্তার অস্পষ্ট কোলাহল শোনা যাচ্ছিল। দু বার হ্যালো হ্যালো করেও অন্যপ্রান্ত থেকে কাঙ্ক্ষিত প্রতিউত্তর এল না। তবে যা শুনলাম, তাতে আরো কিছুক্ষণ শোনার লোভ সামলাতে পারলাম না। দু:খিত পাঠক, আমার অতিআগ্রহ দমন করতে না পারার জন্য। দেড় মিনিট পরে কলটা কেটে দিয়েছিলাম।
আমার প্রিয় বান্ধবীটি সম্ভবত আমার কলটি কেটে দিতে গিয়ে রিসিভ করে ফেলেছিল। এবং কেটে দেওয়াটা ইচ্ছাকৃত হলেও রিসিভ করাটা পুরোই অনিচ্ছাকৃত ছিল - তার অজান্তেই। আর সে কারণেই আমি হলাম কিংকর্তব্যবিমূঢ়। বাসায় তাকে দাওয়াত করার ইচ্ছে নিয়ে ফোন করেছিলাম
অন্যপাশে বান্ধবীর মুখে আমার নাম শুনে দু বার হ্যালো হ্যালো করলাম। আশানুরূপ উত্তর না পেয়ে বুঝলাম সে অন্য কাউকে বলেছে যে আমি কল করেছি। তারপর আমি হা হয়ে শুনতেই লাগলাম - আমার হাবভাব, পোশাক-আশাক এ সবের বিস্তারিত বিবরণ। আমি কখনো জানতাম না এত অসাধারণ ধৈর্যসম্পন্না একজন বিশ্লেষক আমার অজান্তেই পৃথিবীর পথে ঘুরে বেড়াচ্ছে!
আমি অনেক বদলে গেছি!
অন্য কেউ হলে বিশ্বাস হত, কিন্তু আমার এ পরিবর্তন অবিশ্বাস্য।
শুধু তাই না - সাথে পরিবর্তনের সম্ভাব্য কারণ! .... এবং আরো অনেক কিছু! নাই বা লিখলাম বিস্তারিত।
...
...
অপেক্ষা করছিলাম - কখন আমার বান্ধবী সেল-লগে আবিষ্কার করবে যে সে আমার কল রিসিভ করেছিল। অপেক্ষা খুব বেশিক্ষণ করতে হয়নি। মিনিট বিশেক পরেই মাননীয়ার উৎকণ্ঠিত কণ্ঠস্বর
প্রথম প্রশ্ন ছিল - আমি কি তোমার কল ধরেছিলাম?
উত্তর - হ্যাঁ।
পরের প্রশ্ন - তুমি কি কিছু শুনেছ? আমি কি কিছু বলেছি? - এবং আরো অনেক কিছূ
...
...
...
আমি তাকে বিব্রত করতে চাই নি। শুধু বললাম, রাস্তার শব্দ ছাড়া আর কিছু শুনিনি আমি।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



