মেয়েটি অনেক ছোট। সে ,তার বাবা আর মা হসপিটাল গেল । ডক্টর বলল তাদের একটি ছোট বোন হবে।তাই তার মাকে হসপিটাল থাকতে হবে।
রাত হতেই বাবা বলল ,চলো বাড়ি যাই, তোমার মা থাকুক ,আমরা কাল সকালে আবার আসব। মেয়েটি বললো ,না আমি আম্মুর সাথেই থাকব।এরপর মেয়েটি কান্না শুরু করল।।কারন সে মা ছাড়া একটি দিন ও থাকেনি,আজ রাত কিভাবে মা ছাড়া থাকবে...
এরপর বাবা তাকে কোলে তুলে নিল।মা তখন মেয়ের কান্না দেখে বলল...ও থাকুক আমার সাথে,তখন মেয়েটির বাবা বলল- না নিয়ে যাই।কাল সকালেই আবার নিয়ে আসব।
মেয়েটির কান্না কোন কিছুতেই থামছে না কারন সে মাকে ছাড়া থাকতে পারবে না । বাবা তাকে অনেক কিছু দেওয়ার লোভ দেখাসসে,কিন্তু কোন কিসুতেই আর কান্না থামে না।
বাবা যখন হসপিটাল এর মেইন গেট অতিক্রম করছিল।।তখন মেয়েটি দেখল তার মা তৃতীয় তলায় কেবিনের জানলা দিয়ে তাদের চলে যাওয়া দেখসে..
আর তার চোখেও জল।
বাবা তার মেয়ের কান্না আর সে রাতে থামাতে পারল না । পাশের বাসার এক আন্টি এসে তাকে রাতে খাওয়ানোর জন্য চেষ্টা করল। এরপর আন্টি নিয়ে গেল কান্না থামানোর জন্য। সেদিন আন্টির বাসায় সারা রাত মেয়েটি ফুপিয়ে কেদেছিল মায়ের জন্য ।
আজ মা ছাড়া তিনটি বছর অতিক্রম করল মেয়েটি।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



