

একটি মেয়ের জন্য সৌন্দর্য আশীর্বাদ নাকি অভিশাপ?
অধিকাংশ হয়ত বলবেন ,আশীর্বাদ ।
কিন্তু একটি মেয়ের জন্য সৌন্দর্য হল অভিশাপ।
উদাহরন -১:
মেয়েটি সুন্দর হওয়ার কারনে তার আশে পাশে সব ধরনের মানুষ ভিড় করবে। ছেলেরা তাকে উত্তক্ত করবে। বিশেষ করে বদমাস টাইপের ছেলেরা।যাদের উদ্দেশ্যই থাকবে অন্যকিছু। মেয়েটির জীবন সুন্দর হওয়ার
বদলে হবে ধ্বংস।আর সত্যিকার ভালবাসার বদলে পাবে ধোকা। কারন যে তাকে ভালবাসার প্রতিশ্রুতি দিবে সে তার রূপ বিবেচনা করে দিবে। তাই সুন্দর মনের কদর কেউ করবে না।প্রকৃতি ধরেই নেই সুন্দর মানে চরিত্রহীন।
আর অসুন্দর মানে চরিত্রবান।
আর কুৎসিত বা অসুন্দর হলে তার আশে পাশে খুব কম লোকজনই থাকবে। যারা থাকবে তারা সবাই হবে তার হিতাকাঙ্কী।সে যে ভালবাসা পাবে তা হবে আসল। কারন তাকে সুন্দরের বিচারে পরতে হয়নি।
উদাহরন -২:
সুন্দর মেয়ের যোগ্যতাকে বিচার করা হবে সুন্দরের মাপকাঠিতে ।তার যোগ্যতা কেউ বিবেচনা করবে না।
অসুন্দর হলে তার যোগ্যতার সঠিক মূল্যায়ন হবে।সে যেটুকু পাবে সেটুকু সঠিক।
আসুন সুন্দর আর অসুন্দর এর বিবেচনায় নয়। একজন মেয়েকে মানুষ হিসেবে বিবেচনা করি।
[এখানে ভাষার সুবিধারতে লিঙ্গ ব্যাবহৃত হয়নি ]
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



