প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে গণিকালয়ের দরজার মাটি নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার রীতির আবারও বিরোধিতা করেছে কলকাতা শহরের সোনাগাছীর যৌনকর্মীরা।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে গণিকালয়ের মাটি ব্যবহার করার আচারকে কলঙ্কজনক বলে বর্ণনা করেছে যৌনকর্মীরা।
বিশ্বাস করা হয়, গণিকালয় থেকে বের হয়ে যাওয়ার সময় যৌনকর্মীদের খদ্দেররা তাদের গুণ বা কৌমার্য এখানে ফেলে যায়। আর এই মাটি দেবীর পূজার জন্য খুবই উপযোগী। এ কারণেই দুর্গাপূজার আগে গণিকালয়ের মাটি সংগ্রহ করা হয়।
পশ্চিমবঙ্গের যৌনকর্মীদের এনজিও দুর্বার মহিলা সমন্বয় কমিটির সদস্য ও যৌনকর্মী শিখা গায়েন জানায়, ‘আমরা তিন-চার বছর ধরে এই বিষয়টির বিরোধিতা করে যাচ্ছি। আমাদের বলা হয় অপবিত্র। তাহলে পূজা করার জন্য আমাদের দরজার মাটির দরকার পড়বে কেন।’
শিখা গায়েন আরও জানায়, ‘যদি এই ধর্মীয় আচার নিশ্চিহ্নও করা হয়, তাতে আমাদের কিছু যায় আসে না।'
সূত্র: প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




