গোধূলীর অনীহ
স্বদেশ জারজ ,
মা নেই মাসীর প্রশ্ন কোথায় ?
ডিএনএ টেস্ট বলে , এদেশ তোমার সন্তান ।
ডিএনএ টেস্ট বলে , এদেশ আমার সন্তান ।
ডিএনএ টেস্ট বলে ,এদেশ তার সন্তান ।
গোধূলীর অবরোধ ,
তবে মানুষের জন্য কেন সিগ্ধ বেলা ?
চিট ধরেছে চেনা পথে
গুরু গুরু গর্জনে মাটির কম্পন ।
আজ বাড়ি ফেরার পথে দূর্ভি দাঁড়িয়ে ।
তামাম প্রতন ধ্যান ঝেড়ে ফেলে ,
সাহস পেতেছি দুশ্চল পথে ।
ফুটেছে ঋতুরাজ
একটি স্তন মুখে তার
আরেকটি স্তন মুঠোয়
পৃথিবীর সকল বন্ধন
খুলে এসে জড়ো হলো এই মুঠোতে
শিশু কেবল মুঠোয় নেয় শাশ্বত সত্য ।
আকাশ ঘুমিয়ে তার আকাশের নিচে ।
চাঁদ ডাকে নত্র ডাকে ।
দ্বিধা মনে আমি ডাকব কি ডাকব না ।
হঠাৎ দেখি -
খর নদীর জলে বসন্ত ফুটেছে ।
ক’ফোঁটা বসন্ত আমার প্রয়োজন ।
দিগন্তে অপলক তাকিয়ে দেখি
বুকে জলশূণ্য নদী ।
কাকে লেখা পড়ে থাকা দু’পক্তির চিরকুট
শামাপোকা দেখিয়ে দেয় পথ যাত্রীদের ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



