সামু বোলগ পল্টি খাইছে বইলা শুনলাম। আইসা দেখলাম কথাটা ঠিক না। সাধু এখনো ব্যান। কর্তাগো বেদনা এখনো ফুরায় নাই বুঝা যায়।
তয় আমার মনে হয় ব্যান হইলে পুরা ব্যান হওয়াই ভালো। স্ট্যাটাসে দেখাইবেন সেফ। আবার পোস্টাইলে ফ্রন্ট পেইজ পাইবো না। এই হাস্যকর সিস্টেম বাদ দেন।
আউমি লীগ জিতায় যারা খুশী হইছেন তাগো উৎসাহ কমাইয়া দেই। ২০০৮-২০১৪তে দেশের অবস্থা ২০০১-২০০৬ থিকা আরো অনেক বেশী খারাপ হইবো। রাজাকারগো বিচার শুরুতে কিছুদিন আউগাইয়া তারপর ঢিমাইয়া যাইবো, এর মধ্যে একদিকে ধানচাইল পাতালে পাঠাইতে গিয়া সাফুট কমতে থাকবো, আরেক দিকে বিএম্পিজামাত নতুন উদ্যমে হরতাল করা শুরু করবো। ক্ষমতা ছাড়ার মাস ছয়-সাত আগে যুদ্ধাপরাধী প্রসঙ্গ আবার উঠাইবো। তাগো কন্ছাল্টুরা বুঝাইবো যে ইলেকশানের আগে ঐটা পাব্লিকে খাইবো। সেই ধারণা অবশ্যই ভুল হইবো। বর্ধিত দুর্ণীতি আর সন্ত্রাসের দায়ে ধরা খাইবো হাসিনার সরকার। হয়তো সীটের সংখ্যা ২০ নিচে থাকবো
অথবা
বছর আড়াই তিনের মাথায় ক্যাওস আসমানে উঠাইয়া আবার জলপাই।
আমি চাই আমার এই গাঞ্জাখুরি অনুমান ভুল হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


