ইগনোরেমাস: তা হলে পালালে?
বুধুরাম:এলাম বটে তবে মনে হচ্ছে নিয়ম পালটায়ে গেছে। একশো হলেই প্রথম পাতায় যায় না এখন।
ভুলু: এসে যখন পড়লেই থাকো কিছুদিন।
ই: বিজ্ঞানে কিছু সময় দেয়া সম্ভব কি? বুধু হে তোমার জ্ঞান একটু বাড়া দরকার।
বু: ভেবেছিলাম উৎস ব্লগে ই --- ওতো বিশ্বায়নে হারিয়ে গেলো। কোথায় সুরু করি।
ই: অনু পরমানু যেখান থেকে ইচ্ছে সব কিছুই তোমার অজানা।
ভুলু: অ্যামিনো অ্যাসিড থেকে করলে কেমন হয়।
বু: নেটে বসেই করতে হবে। বইটই ঘাঁটে পারবো না।
ই: সুরুতো হোক।
বু: দেখি !@!12008 কি পাওয়া যায়।
ই: amino-acid সার্চ দিয়ে যা পেলে সবটা পড়া গেলো?
বু: সময় লাগবে। অনেক নতুন সার্চ দিতে হবে।
ভু: কি বুঝলে জানিও।
বু: হাইড্রোলিসেস সার্চ দিলাম। হয়তো আগে জানতাম এখন ভুলে গেছি।
ভ: এই সময় খরচে কি কাম? টিভিতে নাচ গান দেখলে আরো ভালো।
বু: জানার আনন্দ ।ঐ এন্টারটেনমেন্টই । না জানার সিমানাটা খোঁজার আনন্দ।
ই: এসব জীবন শৈলি = life style কিছু প্রভাব রাখবে তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



