ইগনোরেমাস: এত বানান ভুল হয় কেন? বাক্য গঠণও সচ্ছ নয়। এমন কেন হলো?
বুদ্ধুরাম: আশা করি ধৈর্য্য আছে , উত্তরটা লম্বা। -- কান মোলা, বকুনি, নিল ডাউন, বেঞ্চে দাঁড়ানো, একলা ঘরে বন্ধ করে রাখা, ভ্যারাইটিজ অফ ঠ্যাঙানি শাস্তির বিধান আছে ছোটদের ও অন্য ক্রিমিনালদের । লজ্জার মাথা খেলে এবং ব্যাথার বোধ কমিয়ে ফেলতে পারলে, পরীক্ষা পাসের পড়া ও হোম টাস্ক ইত্যাদির জন্য পণ্ডশ্রম অনেক কমে যায়। সব কাজ ফেলে গালে হাত দিয়ে দিবা সপ্ন দেখার যে কি সুখ!
ভুলু: ছোটবেলাতেই ফাঁকিবাজীতে দক্ষতা অর্জন করেছো। ইন প্রেজ অব আইডেলনেসস বইটা মনে হয় নাড়াচাড়া করেছিলে সমর্থন খুজতে, কার যেন লেখা?
ই:: গোড়ায় গলদ। বেশি বয়সে সংশোধন করে অনেকেই। তুমিও কর। এতে তোমার কি অজুহাত?
বু:: বড় খাটনি। অ আ থেকে সুরু করতে হবে।
ই:: ফাঁপিও না, একটা ব্যকরণ বই জোগাড় করতে পারবে না?
বু:: কি বলে মাইরি?
ভু:: নেটে পাওয়া যায় না? দেখা যাক।
বু:: ওদিকে অ্যামিনো অ্যাসিড আর এদিকে বাংলা ব্যাকরণ। চললাম, কিছুদিন আর দেখা হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



