বুধু:: বাংলা গ্রামার আর অ্যামিনো অ্যাসিড খুঁজতে গিয়ে জীবনের গ্রামারের প্রথম পাঠে পৌঁছেচি।
ভুলু:: সেটা কি?
বু:: !@!13554
ইগনোরেমাস:: এই ট্র্যপিজ, এক অজ্ঞানতা থেকে আর একটাতে ঝাঁপানো, স্বনামাঙ্কন সার্থক প্রমান করে।
বু:: কয়কটা জানি বিশ্বাসের বুদবুদের ভিতরে বসবাস আমাদের। কোন বিষয় নতুন কিছু জানলে সেই বুদবুদটা একটু বড় হয়। আমার নাজানার সারফেস এরিয়া বাড়তে থাকে, বুদবুদের বাইরেটাতো নাজানার রাজত্ব।
ভু:: আমি যত ভুলবো বেলুন ততো চুপসে যাবে? নাজানা ততো কমবে!
ই:: কি সব বাচ্চামো কল্পনা! অবিশ্বাসে অবিশ্বাস এই বীজ মাথায় রেখে যা ইচ্ছে করে যাও। আমি ঘুমোতে চললাম।
বু :: যাও দাদু ঘুমোও। একটু বকি। কালপুরুষ বিশ্বাসে তিনি আগে মানুষ। ওপরওয়ালা বলেছেন ----
ভু :: অনেক জীব সমষ্টি আমি । আমি ( মানুষ) জীব।
বু :: বস্তু- শক্তি -সময় মহা সাম্রাজ্যে জীবের ছোট্ট রাজত্ব। বস্তু-শক্তি ছাড়া জীব না সম্ভবে। আমি বস্তুবা আমার চেতনা শক্তি এসব বকবকি চালানো যায় রাতভোর।
ভু :: আয়না যন্তরটা মানুষ ছাড়া অন্য জীবের ব্যভারে নেই।
বু :: মানুষের আছে অভূতপূর্ব চেতনা শক্তি সমষ্টি যা দিয়ে সে নিজেকে দেখার চেষ্টা করতে পারে। নিজেকে নিয়ে একক এবং যৌথ খোঁজা প্রচেষ্টা চলছে কয়ক হাজার বছর; অনেকটাই বিশ্বাসের লাঠি ধরে আর কখনো কখনো অবিশ্বাসের ধারালো অস্ত্রও যুক্তির আলোতে।
ভু :: ডায়লগে যথেষ্ট প্রত্যয় আছে মনে হচ্চে।
বু :: আমি যা বলেছি লিখেছি তা বিশ্বাস । অর্থাৎ জানা ও নাজানার মিশ্রন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



