চলতি বোরো মৌসুমে নতুন করে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের ওপর অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। যেসব কৃষক নিজ খরচে ট্রান্সফরমার কিনে স্থানীয় সেচ কমিটির অনুমোদন পাবেন তাঁরাই নতুন বিদ্যুৎ সংযোগ পাবেন।
গতকাল শনিবার রাতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, সেচ কমিটির অনুমোদন নিয়ে কোনো কৃষক তাঁর সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করলে সংযোগ দেওয়া হবে। তিনি বলেন, উত্পাদকের স্বার্থ সংরক্ষণ করতে শহর এলাকায় লোডশেডিংয়ের আশঙ্কা খুব বেশি নেই। কারণ সেচকাজে বিদ্যুৎ ব্যবহূত হবে রাতের বেলায়। হয়তো সময় নির্ধারণ করে দেওয়া হতে পারে।
এ মাসের প্রথম সপ্তাহে কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় উৎপাদন না বাড়িয়ে সব ধরনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তাদের ৭০টি সমিতির অধীনে প্রায় ১২ হাজার নতুন পাম্পে সংযোগ দেওয়ার প্রস্তাব করে। এখন তাদের দুই লাখ ৩৪ হাজার সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ রয়েছে।
প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই সব ধরনের নতুন বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
আরইবি সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় তারা নতুন করে ট্রান্সফারমার সংগ্রহ করেনি। ইতিমধ্যে সাত হাজার ট্রান্সফারমার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তা হাতে পেতে বোরো মৌসুম পার হয়ে যাবে। সে কারণে যেসব কৃষক নিজ খরচে ট্রান্সফরমার কিনতে পারবেন তাঁদের নতুন সংযোগ দেওয়া হবে।
সূত্র জানায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব গতকাল শনিবার আরইবির চেয়ারম্যানকে সেচ কমিটির অনুমোদন সাপেক্ষ নতুন সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাতে বিদ্যুৎসচিব এ কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, আরইবি তাঁকে জানিয়েছে, সারা দেশে পাঁচ হাজারের মতো পাম্পে নতুন করে সংযোগ দেওয়ার প্রয়োজন হবে। যদিও আরইবি ইতিপূর্বে মন্ত্রণালয়ে যে হিসাব দিয়েছে, তাতে ১২ হাজার গ্রাহককে সংযোগ দেওয়া সম্ভব বলে জানানো হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



