মানুষের মতো স্বার্থপর কেউ নাই। তাই ক্ষমতার লোভে মানুষ অন্ধ হয়ে যায়।
মানুষের মতো নিঃস্বার্থ আর কেউ নাই। তাই দুর্দিনে মানুষই মানুষের পাশে দাঁড়ায়।
মানুষের মতো নির্দয় আর কেউ নাই।
তাই মানুষই মানুষকে হত্যা করে, ভেঙ্গে পড়বে জেনেও হাজার মানুষকে ঠেলে দেয় জীর্ণ দালানে।
তারপরও মানুষই বড়।
মানুষই মানুষের পাশে দাঁড়ায়।
কারণ যারা মানুষ তারা অপকর্ম করতে পারে না।
যারা অপকর্ম করে তারা তো মানুষ নয়।
তারা মানুষরূপী পশু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



