জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তা কিন্তু বোঝা যাচ্ছে। বর্ষা পার হচ্ছে তারপরও যেন বর্ষা শেষ হচ্ছে না। ভাদরেও বৃষ্টি নামে না- আশ্বিনে গরমের প্রকোপ।
শীতকাল আসে কিন্তু ঠান্ডা পড়ে না-
বসন্ত আসতে না আসতেই গ্রীষ্মের অত্রাচার।
আশ্বিন মাসেও এমন গরম।
কথায় আছে- আশ্বিন- গা করে শিন শিন
মানে শীতের আবাহন।
শীত না কচু। চৈত্রের দাবদাহে ক্লান্ত। আশ্বিন এর সংজ্ঞা পরিবর্তন হোক।
আচ্ছা আশ্বিনের নাম চেঞ্জ করে চৈত্র-২ রাখলে কেমন হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



