শাহরিয়ার কবীর একবার বলেছিলেন পুরো দেশে লাইব্রেরী করার কথা। তরুণ প্রজন্মের সামনে মুখোশ খুলে দেওয়ার 71 এর সব পাষন্ডের। জানিনা তার কদ্দুর কি হলো? এখন মনে হয় আবারও সময় হয়েছে সেই একই আন্দোলনের।
এক হতে হবে আবার সবাইকে। কোন দল নয়, রাজনৌতক চিন্তা-চেতনা নয়, প্রজন্ম '71, ঘাতক-দালাল নির্মূল কমিটি, আপনি, আমি-সব্বাই। শুরু করতে হবে একেবারে তৃণমূল থেকে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়- চেনাতে হবে তরুণ প্রজন্মকে দেশের এই মুখোশধারী শত্রুদের। তথ্য-প্রমাণ অনেকের কাছেই আছে বিচ্ছিন্নভাবে। সংগঠিত করতে হবে সবকিছু।
শুরুটা হতে পারে খুব ছোটভাবেই। ছোট্ট একটা লাইব্রেরী দিয়ে। তারপর ধীরে ধীরে ছড়িয়ে দিতে হবে তাকে। প্রয়োজন শুধু ছোট্ট একটা শুরুর। কথা তো হলো অনেক-ই। এবার দরকার কিছু একটা করার, খুব বেশি দেরী হয়ে যাওয়ার আগেই। নইলে কিন্তু আপনার আমার এই দেশটাকে শকুনের দল একদিন সত্যিই ছিড়ে-খুড়ে খাবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




