রমজান এলেই হুজুরদের মহাফুর্তি লেগে যায়। মসজিদে মসজিদে তারস্বরে চিৎকার শুরু হয়ে যায়। ---- রোজাদার ভাইয়েরা উঠেন, সেহেরী করেন------ আর মাত্র এত মিনিট বাকী আছে-----। কতশত লোক আছে রোজা রাখবে না, কত শিশু আছে, কত রোগী আছে! বিধর্মীদের কথা বাদই দিলাম (যেহেতু রাষ্ট্রধর্ম ইসলাম, ইসলাম না মানলে তো রাষ্ট্রদ্রোহী হয়ে যাবো। সকল হিন্দু আর খ্রিষ্টান এদেশে রাষ্ট্রদ্রোহী)। কি আশ্চর্য! আপনি নিজে ধর্ম পালন করতে গিয়ে এতগুলো লোকের অসুবিধার কারণ হচ্ছেন! তারপরেও আশা করছেন—রোজা রেখে সওয়াব কামাই করে বেহেশতে যাবেন??
আসলে ধর্ম হয়ে গেছে অর্থণৈতিকভাবে লাভবান হওয়ার বিরাট অস্ত্র। তাই হালাল (?) সাবান বিক্রি হয় দেদারসে। মসজিদে মসজিদে দান বাক্সগুলো উপচে পড়ে।
“মসজিদে কাল ফিরনী আছিল অঢেল গোস্ত রুটি,
বাচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি।
এমন সময় এলো মুসাফির, গায়ে আজারীর চিন ---”
বাংলাদেশের মুসলমানদের রোজা নিয়ে, ধর্ম নিয়ে যে উচ্ছাস পৃথিবীর আর কোথাও তা আছে কিনা, আর তা ইসলাম সম্মত কিনা --- জানিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



