প্রিয় জাহাঙ্গীর সাহেব!
পাবনায় যে ডিসি এসপিকে জনগন ঠেঙ্গিয়েছে তা কিন্তু এমনি এমনি হয়নি। একদিনে হয়নি। এই অবস্থার জন্য দায়ী এই প্রশাসনের লোকেরাই। বাংলাদেশে নৈতিকতার অধঃপতনের সূচনা এদেঁর হাতেই শুরু হয়েছে। তাঁরা বছরের পর বছর জনগনের প্রভু হয়ে বসে জনগনের ট্যাক্সের পয়সায় খেয়ে জনগনকে নানাভাবে ঠকিয়েছে বলেই আজ বাংলাদেশ এত গরীব। তাঁরা শাসন বিভাগ ও বিচার বিভাগ উভয়টাকে এখন পর্যন্ত কব্জা করে রেখেছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে তাঁরা রাজনৈতিক নেতৃবৃন্দের দোসর হয়ে মানুষদেরকে রাষ্ট্র যন্ত্র দিয়ে হয়রানী করেছে। চাকুরীতে নিয়োগ দেয়ার নাম করে টাকা কামানোর পায়তারা করেছিলো বলেই মার খেয়েছে। একলা একলা খাবে??
হারামজাদারা বাংলাদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ ও অন্যান্য সকল প্রযুক্তিবিদদের পদোন্নতিসহ সকল চাকুরীগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখে জনপ্রশাসনে শুধু যে দল যখন ক্ষমতায় আসে (শুধূ দল নয় আর্মি আসলে তাদেরও) তোষামদ করে জনগনের অর্থ সম্পদ লুন্ঠন করেছে। উৎপাদন খাতে সরাসরি কোন অবদান না রেখেও তারা রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে। এখন সচিবরা একজন করে গানম্যান (রাষ্ট্রীয় খরচে) রেখে চলাফেরা করে, আপনি কি জানেন?
এই দেশের কিছু উন্নতি যদি হয়ে থাকে তবে তা প্রযুক্তিবিদ-বিজ্ঞানীদের হাতেই হয়েছে।
মাত্র মাইর শুরু হইছে দেখেন না কি হয়! যদি এরা ঠিক না হয় তবে আরো মাইর আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



