প্রথম ব্লগ হিসেবে চার্বাক মুনির কিছু লোকায়ত দর্শনিক চিন্তা প্রস্তাব করা যেতে পারে।
মদ্যপান করিলে মাদকতা আসে, মদ গ্লাসে রাখিলে গ্লাস খানাকে কেহ মাতাল হইতে দেখে না। কিন্তু মদ পেটে পরিলেই নেশা হয়। মদের প্রভাব ফুড়াইলে নেশাও কাটিয়া যায়। মদের সহিত শরীরের যেই ক্রিয়া তাহা হইতেই এক অস্বাভাবিক চৈতন্য আসে।
পান, চুন, খয়ের, সুপুরি- এগুলোর কোনটার মধ্যেই লাল রঙ নেই, অথচ এগুলি দিয়ে পান বানাইয়া মুখে দিলে ঠোঁট দুটি লাল হইয়া যায়।
তেমনি ক্ষিতি, তেজ, অপ, মরুৎ ছাড়া মানুষ আর কিছুই নয়, তবু এই চতুর্ভূতের এক বিশেষ সমাবেশের ফলেই চেতনা নামে ওই অপূর্ব গুনের আবির্ভাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



