ছোটবেলা থেকে এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে মানবিক মূল্যবোধ,সমাজ,সংস্কৃতি সবকিছুর চেয়েই বেশি মূল্য দেয়া হয়েছে ধর্মকে। শিখেছি ইসলামের প্রতিষ্ঠার জন্য করা যায় নিরীহ মানুষ হত্যা পর্যন্ত।
সবসময় বয়োবৃদ্ধদের কাছে শুনেছি একাওরে যুদ্ধ ও স্বাধীনতা ছিল আসলে একটা ভুল-মাত্র !! এতে ইসলাম ও মুসলিম বিভক্ত হয়েছে শুধু। মতিউর,হামিদুর,মোস্তফা কামাল- এদের দেখেছি গাদ্দার ও ভারতীয় চর হিসেবে।
শুনেছি দেশপ্রেমিক আল-বদর ও আল-শামস বাহিনীর কথা। আরও শুনেছি দেশের অখন্ডতা ও ইসলামের জন্য তাদের আত্নত্যাগের কথা, শিহরিত হয়েছি তাদের শহীদ হওয়ার কাহিনী শুনে।
গুরুজনদের কাছে শুনেছি কিভাবে একটা হিন্দু রাষ্ট্র ষড়যন্ত্র করে আমাদের খন্ডিত করেছে এবং আমাদের তথাকথিত কম্যুনিস্ট(!)-রা তাদের সাহায্য করেছে যেখানে ছিল না সাধারণ ধর্মভীরু মানুষের সমর্থন।
স্বপ্ন দেখি আবার পুনর্মিলনের!! স্বপ্ন দেখি হারিয়ে ফেলা ভাইয়ের সঙ্গে আবার মুলাকাতের। এক মহান ও উদার ইসলামী ভাতৃত্বের!!
আমি শিবির করি।
আমাকে অনেকেই রাজাকার বলে, অনেকেই বলে বেঈমান।
হাসি মনে মনে!!!
আসল সত্যটা তোরা কখনই জানলি না-যা আমি জেনেছি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



