মাঝে মাঝে মনে হয় আমাদের অজান্তেই আমরা একসাথে অনেকগুলো জগতে বাস করছি। কিন্তু ঘটনাগুলো এতটা কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে হয়তো আমরা বুঝতেও পারছি না।
পদার্থের Sub-Atomic Level এর কথা যদি একবার চিন্তা করি
যেখানে প্রতিটা Sub-Atomic Particle গুলো কিছু সময়ের জন্য অস্তিত্ব খুঁজে পায় আবার কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। আবার হয়ত কিছু সময় পর অন্য কোন জায়গায় আবির্ভাব ঘটে। মহাবিশ্বের প্রতিটি পদার্থের গভীরে এই ধর্মই পাওয়া যাবে। কোথায় যায় সেগুলো কিছু সময়ের জন্য ? হয়তো অন্য কোন জগত আছে ঠিক এই জগতের মতো, যেমনটা আয়না। কিন্তু "এই জগত" আমার কি কথাটা বলা ঠিক হবে? আমার শরীরের পরমানুগুলোও তো একই ধর্ম পালন করছে। আমিও তো অনেকগুলো জগতে যাচ্ছি।
তবে এই বিষয় থেকে একটা জিনিস আমার মাথায় আসল। হয়তো সামনে কোন পদার্থবিদ থাকলে জিজ্ঞেস করতে পারতাম। যদি Sub-Atomic Particle গুলো বার বার জগত পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাহলে তো আমাদের মহাবিশ্বে ভ্রমন করার জন্য এর চেয়ে সহজ পথ আর হতেই পারে না। লক্ষ্য লক্ষ্য আলোকবর্ষ দূরে হয়তো খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারব। শুধু দরকার দেই পন্থাকে বের করার।
মাঝে মাঝে অদ্ভুত চিন্তা করতে ভালই লাগে।
You know, Sometimes Crazy Ideas turn out to be the best.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




