somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেটিং এ একদিন (একটি চেয়ারম্যানি লুল কথন :#> :#> :#> )

২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

B-))
B-))
B-))

পরথমেই কই বোলগের চুশিল সমাজ নিরাপদ দূরত্বে পজিশন লন। আর আমার পরানের পরান লুল ভাই ভইন আন্ডাবাইচ্চারা মোড়া,টুল,চেয়ার যার সামনে যা আছে তাতে সিটিং লন।কিচ্ছা হুনলে আইগায়া বহেন।B-)

মেলাদিন যাবৎ ওবামা ,বুশ,হাসিনাবু ,খালেদা বিবি,এরশাদ কাগু সহ দেশ ও জাতির জনগন তথা আবাল বৃদ্ধ বনিতা টেনশিত জীবন যাপন করিতেছিল কবে চেয়ারম্যানের ভইনের শাদী মোবারক সম্পন্ন হইবো।কিন্তু এই চিন্তার হেতু কি? কি ? কি ? :||
কারন আর কিছু না ভইনের বিয়া না হইলে চেয়ারম্যানের সিরিয়াল আইবো কেমতে?:P:P
চেয়ারম্যানের দু:খে যখন আকাশ পাতাল চিক্কুর দিয়া কান্দিয়া অস্থির তহনি আল্লার রহমতে ভইনের বিয়ার তারিখ ঠিক হইলো।:D
ভইনে তো অহনে আগের কালের টেলিগ্রামের লাহান খোমাবুকে খালি মেসেজ পাঠায় " বেরাদার আমার বিয়া কাম শার্প" " কবে আইবা কাম শার্প"

মনে মনে কইলাম একবার তো কছ না ," ভাই তোমার লাইগা ও কি মাইয়া দেখমু?"
আরে বেক্কল মাইয়া সারাজীবন খালি নিজের দিকটাই দেখলি? ২ জনে এক দিনে কাম ডা সারতে পারলে বাপের কতোগুলান টাকা বাচতো? ১ গরু দিয়া ২ বিয়া সাইরা ফালাইতাম।আহারে আপচুচ..।অতি বেশি আপচুচ।/:)
আমি তো চুডু মানুষ কিছু কইতে পারিনা তুই তো কইতে পারতি।/:)

মনের দু:খে বাংলাদেশ না গিয়া কাশী যামুগা ভাবতেছি এমুন সময় মামাতো ভাইয়ে বার্তা পাঠাইলো ভাইগো দেশে আহো আমার বান্ধুবীর লগে কেস ফিট কইরা দিমুনে।চুডু ভাইয়ের কাছ থাইকা এহেন অপ্রত্যাশিত লেকিন খুশ খবর পাইয়া খাড়ার উফরে টিকেট কাটনের লাইগা দৌড় দিলাম।B-)

যাওনের আগের কয়দিন তো ঘুম আহেনা।কি মনে করছেন ইনসমনিয়া?আরে ধূর মাইয়ার চিন্তায় ।:P
যাউকগা আইলো সেই দিন।আল্লার নাম লইয়া বিমানে গিয়া উঠলাম।বইতে না বইতে দেহি কানের পাশে চংপিং খেংচু শুর অইয়া গেছে।X(মাইনে ফিলিপিন ভিয়েতনামের মাইয়াগোর কিচিরমিচির।পারেনা কান্ধের উফরে দিয়া লটকি মারতে।বিমানরে পুরা ঢাকার ৩ লমবর বাস বানায়া ফালাইছে।তেনাদের পেশা জিগ্গাসা করিয়া শরমিন্দা দিবেন ফিলিজ লাগে:-/

একটু পরেই আইলো সেই মাহেন্দ্রক্ষন।মাইনে খাওয়াদাওয়া।খাওন ডাও বিরাট টেস আছিলো। :-B খাওয়া শেষে যেইনা বিমানবালা আফা পেলেট লইতে আইছে লগের মাইয়া জুসের গেলাস দিলো আমার প্যান্টের উফরে কাইত কইরা ।আর দেহে কেডা? আমার চান্দের লাহান প্যান্টে কলন্কের দাগ পইড়া গেলোগা।মাইয়া কয় মুইছা দেই;)
মনে মনে কইলাম দুরে গিয়া মর শালী।বিমানতে নামনের সময় যার ই চোখ পড়ে আমার প্যান্টের দিকে সবাই দেহি মিটমিটাইয়া ভেটকি মারে।:P মনে চাইছিলো জিপারের লগে নোটিশ টানাইয়া দেই " আমি কইলাম মুতি নাই "

যাউকগা বাহরাইন থাইকা যেই বিমানে উঠলাম পাশের সিট দেহি খালি।মনে মনে কই আল্লাহ আর যাই করো একটা সুন্দর দেইখ্যা মাইয়া দিও।মাগার চেয়ারর‌্যানের দোয়া আল্লাহ শুনলো না গো।দেহি ৫০ বছরের এক খালাম্মা আইয়া আসন গ্রহন করলো/:)
।নিজের কপালেরে কয়েকটা শুশিল গালি দিয়া ঘুমাইয়া পড়লাম।একটু পরে দেহি আমার শার্টের বাম হাতা ভিজা ভিজা লাগে।কারন আর কিছু না খালাম্মা তিনার পানের রস আর লুল দিয়া আমার শার্টের হাতারে নকশি কাথার মাঠ বানায়া ফালাইছে :||
যদিও দেশে নামিয়াই বিমান বন্দরে কিছু ললনা দর্শন পূর্বক মনডারে একটু সান্তনা দিলাম।
অবশেষে আসিলো সেই দিন মামতো ভাইয়ের লগে গেলাম ডেটিং মারতে বনানী।যাইয়া দেহি মাইয়ার কুনু হুদিশ নাই।ভাইয়েরে জিগাইলাম কিরে মাইয়া কই? নাকি আমরিকা থাইকা ওবামার মাইয়ারে আনাইতাছস?লেট কেন?X(
এমুন সময় পিছন থাইকা আমার পিঠে টোকা দিয়া কেডায় জানি কয় আফনে চেয়ারম্যান না? :!> আমিও সকাল বেলা দাতের মাজন দিয়া ডলা ৩৩ টা দাত কেলাইয়া কইলাম হ হ আমিই।বিশ্বাস না গেলে কন আইডি কার্ড দেহাই :-B ।কয় ভাই আপনি দেখি খুব মজার লোক।খুশিতে আনন্দে আবেগে আপ্লুত পুতু পুতু হয়ে গেলুম :P কারন মাইয়াও দেহি বেফুক সুন্দর।

চামের উফরে মামতো ভাইয়ের হাতে ৫০০ টেকার একখান নোট ধরায়া দিলাম।ভাইয়ে তো পুরা খুশ।খাড়ার ইফরে আমার বিষয়ে মাইক বাজানো শুরু করলো।মাইয়ার কাছে আমার সুনাম আর সুনাম।আমি খালি ছাগলের ৩ লমবর বাইচ্চার লাহান হাসি আর হেগো পিছন পিছন হাটি। B-))
একটু পরে মাইয়া কয় "ভাইয়া এখানে না যা গরম চলুন না হেলভেশিয়াতে গিয়ে বসে একটা কোল্ড ড্রিন্কস নেই" :>
আমিও মফিজের লাহান কই হ হ চলো না চলো। :#)
যাইয়া বইতেই মাইয়া জুস,বার্গার,প্যাস্ট্রি আরো কি কি জানি অর্ডার দিলো।আমি মনে মনে কই এইগুলানের নাম ই মনে লয় কোল্ড ড্রিন্কস।:-*
মাইয়ার লগে বাৎচিৎ করমু কি মাইয়া দেহি খাওনের চোটে কথাই কইতে পারেনা।
খাওনের পরে মাইয়ার পরথম সাওয়াল আছিলো ভাইয়া আপনি কিসে জব করেন ? :|
মন চাইছিলো কইতে নাসায় লেকিন কইলাম না।
কয় স্যালারি কেমন পান ? :#> আমি কই কেন গো ম্যাডাম? কয় না এমনিতেই জিগাই আর কি? কইলাম ২ লাখ( হালকা চাপা পিডাইলাম আর কি)যার ফল হাতে নাতে টের পাইলাম।
কয় তাহলে চলুন না আমাকে পিৎজা খাওয়ান।লও ঠেলা।এইডার বাপে কি জন্মের পর না খাওয়াইয়া রাখছে নাকি?নাকি বাপের ১ দিনের চাউলের টেকা বাচাইতাছে?/:)
মামতো ভাইয়েরে টবিলের তল দিয়া চিমটি দিয়া কইলাম আমারে বাচা।কিন্তু তার পাষান হ্রদয় গললো না।আমারে বাটে পাইয়া খাওনের চান্স ছাড়নের মতো পোলা সে না।
যাউকগা পিৎজা হাটে ১টা পিৎজার অর্ডার দিতেই মাইয়া কেউ কেউ কইরা উঠলো।
কয় আপনি যে এমুন হাড়কিপটা জানতাম না ভাইয়া।/:)
আমি কইলাম কেন?:-*
কয় ১ টা তো আমারি লাগবে? আমি কইলাম না এইসব ফাস্ট ফুড বেশি খাওন বালা না ।প্রেশার,অইবো।:P
মাইয়া কয় না ভাইয়া আমি ইয়োগা করিতো। :>
যাক পিৎজা খাওনের পরে ভাইরে কইলাম তুই একটু ঘুরে আয় আমি ওর সাথে একটু কথা বলি।ভাইয়ে কয় কিছু টেকা দেও বিড়ি খামু।মাইয়ার সামনে নাও করতে পারিনা।দিলাম ১০০ টেকা।ভাইয়ে কয় কি দেও ১ প্যাকেটের টেকা দেও।মনে মনে কইষ্যা ২-৩ টা গালি দিয়া ৫০০ টেকার আরেকটা নোট সম্প্রদান কারকে দান করলাম।X(
ভাইয়ে ভাগতেই মাইয়ার লগে গেজান্তি িস্টার্ট দিমু এমুন সময় মাইয়ার ফোন বাইজা উঠলো।কার লগে জানি ফুসুর ফাসুর কইরা পরে আমারে কয় সরি ভাইয়া আমাকে আজ যেতে হবে।আম্মু ফোন করেছিলো।/:)আমিও কই আই্চছা যাও.যেতে নাহি দেব হায়...এই মনোভাব লইয়া মাইয়ারে বিদায় দিতে গেলাম।মাইয়া কয় ওমা ভাইয়া আমাকে একটু এগিয়ে দিন না।;)
আমি খুশিতে বাকবাকুম ঐয়া ওরে নিয়া দরজার বাইরে যাইতেই বাশ মারার ১৬ কলা পূরন কইরা মাইয়া কয়
"ভাইয়া আমাকে একটা সি এন জি করে দিন না।"
কইলাম তুমি তো মানুষ তোমারে সি এন জি করমু কেমতে?:P
মাইয়া কয় আপনি না যা দুষ্টু। :> :>
কি আর করা আরো ২০০ টেকা জলান্জলি দিয়া সি এন জি ঠিক করে দিলাম।মাইয়া যাওনের পরে ভাইয়ের ঠাডায়া একটা বন দিলাম।কইলাম বেক্কলের বাটখাড়া তুই এই মাইয়াই পাইছিলি আমার লাইগা? আমার টেকা ফেরত দে।ভাইয়ে কয় ভোগকৃত সেবার মূল্য ফের‌্ৎ দেয়া হয়না।/:)

নিজের গালে নিজে চটকানা মাইরা কইলাম ডেটিং এর ক্ষেতা পুরি বাপ মায়ে যার লগে বিয়া দিবো ঐডার লগেই বিয়া বমু।:((






ফ্রেন্ডস আমার এই ছোট ভাই ব্লগে নতুন।সেলিব্রেটি ব্লগার সবাই কাইন্ডলি একটু উৎসাহ দিবেন।আপনাদের সহযোগিতা পেলে আশা করি ভালো করতে পারবে।

৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে থাকায় অনেকের লেখাই মিস করেছি।সবগুলো সময় নিয়ে পড়ে কমেন্টস করবো।সবাই ভালো থাকুন।শুভরাত্রি।:)
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৯
১৬৮টি মন্তব্য ১৬৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও যাবো একটু দূরে !!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২২

আমিও যাবো একটু দূরে
যদিও নই ভবঘুরে
তবুও যাবো
একটু খানি অবসরে।
ব্যস্ততা মোর থাকবে ঠিকই
বদলাবে শুধু কর্ম প্রকৃতি
প্রয়োজনে করতে হয়
স্রষ্টা প্রেমে মগ্ন থেকে
তবেই যদি মুক্তি মেলে
সফলতা তো সবাই চায়
সফল হবার একই উপায়।
রসুলের... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

×