নির্লজ্জ হোসনি মোবারক
সাখ্যাত ফেরাউনি দূর্ভোগ,
তোরি জন্যে ক্ষোভ
বিষাক্ত বারুদের তোপ।
ইখওয়ানের যত লাশ
করিছে তোকে পরিহাস,
জন মুক্তির বাঁশ
বাজিছে ঠাস ঠাস।
তোরি জন্যে উপহার
বিক্ষোভ প্রতিবাদ দূর্বার,
ইসলামী জনতার চিৎকার
প্রাশাদ ভাঙ্গিবে চূর্মার।
হাসানুল বান্নার উত্তরসুরী
উত্তাল মিশরে দুরবরি,
ঘৃণা মাল্য ধিক্কারি
বিদায় লগ্নে তোরি।
শব্দার্থ:
তোরি- তোর জন্যে, দুরবরি- প্রচণ্ড প্রতিবাদী, মাল্য - মালা, ধিক্কারি - ধিক্কার
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




