
কহিল বালিকা-
ওহে মূঢ়, তুচ্ছজ্ঞান অতি,
বৃথা বৃদ্ধি করিতেছ আপনার ক্ষতি;
সময় মূল্যবান জানো না কি হায়!
সর্বদা রাখিও চক্ষু নীচ মৃত্তিকায়।
কর্ণ প্রসারিয়া মনে পশিয়ো সংবাদ,
বামন লভে না কভু গগনের চাঁদ॥
শুনিল বালক-
যুক্তি বিখণ্ডনে রূদ্ধ পথ;
মসিলিপ্ত চিত্ত তার হইল মৃতবৎ!
বুঝিল জনম যদি পতঙ্গের হয়,
পাখাযুক্ত; কদাপিও বিহঙ্গ সে নয়!
অতএব ত্যাজিল সে অবান্তর মায়া;
তথাপি থাকিল বুকে বালিকার ছায়া॥
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


