এই বই প্রসঙ্গে:
লিখিয়ে হিসেবে নিজের সম্পর্কে নির্মোহ মূল্যায়নে যদি যাই, তবে চোখ বুজে বলে দেয়া যায় বই প্রকাশের প্রয়োজন গৌণ অনেকটাই। কিন্তু বইয়ের আঁকিয়েদের সম্পর্কে নির্মোহ মূল্যায়নে উঠে আসবে সম্পূর্ণ বিপরীত বক্তব্য। ‘গল্প না গল্প না কল্পনা’ বইয়ের আঁকিয়েদের দক্ষতা অকল্পনীয়, অনন্য।
আঁকিয়েদের কথা ছিলো এই মেলায় বই প্রকাশের। গুছিয়ে নিতে নিতে অনেকটাই দেরি। হোক দেরি, বেটার লেট দ্যান নেভার।
নালন্দা বিদ্যালয়ের আঁকিয়েদের প্রতি কৃতজ্ঞতা।
অনেক। অনেক।
* আঁকিয়েদের পরিচয়:
প্রচ্ছদ:
মনিমা কবির, ষষ্ঠ শ্রেণি, নালন্দা বিদ্যালয়
অলংকরণ:
শিহরণ, চতুর্থ শ্রেণি, নালন্দা বিদ্যালয়
অন্তর দরিয়া, পঞ্চম শ্রেণি, নালন্দা বিদ্যালয়
মনিমা কবির, ষষ্ঠ শ্রেণি, নালন্দা বিদ্যালয়
অর্থী, পঞ্চম শ্রেণি, নালন্দা বিদ্যালয়
প্রমিতা রাহী, পঞ্চম শ্রেণি, নালন্দা বিদ্যালয়
প্রকাশক: টাপুর টুপুর
পরিবেশক: বেহুলাবাংলা
স্টল নং: ১৭৩-১৭৪
সকলের আশীর্বাদ ও ভালোবাসা প্রার্থনা করছি।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭