শাওনের সংস্পর্শে এসে হুমায়ূন আহমেদের সৃজনশীলতা প্রায় লোপ পায়। শাওনকে বিয়ে করে তিঁনি আর বেশী কিছু সৃষ্টি করতে পারেননি। তাঁর যা কিছু সৃষ্টি প্রায় সবই গুলতেকিন ও সে ঘরের সন্তানদের সংস্পর্শে ঘটেছিল। যেমন তাঁর সকল অমর সৃষ্টি মুক্তিযুদ্ধের গল্প ও চলচ্চিত্র।
লক্ষ্য করলে দেখতে পাবেন, তাঁর শেষের ৮-১০ বছরে তিনি যা লিখেছেন বা সৃষ্টি করেছেন তাঁর সবকিছুই আগেকার পুনরাবৃত্তি। রিপিট। মিশ্রন। তাঁর সবই এই বছর সমুহে তাঁর কাজে ও লেখায় ঘুরেফিরে বারবার এসেছে। আমি নিজেও এজন্য বিরক্ত ছিলাম। পিরিচে ঢেলে চা খাওয়া আর ভাল লাগছিল না। হয়তো পাঠকরাও তা টের পেয়েছেন।
আমি এটা বলতে পারি, শাওনের সংস্পর্শে না আসলে তাঁর "ঘেটুপুত্র কমলা" আরো ভাল হত।
তাঁর ভালভাল ছবিতে ও নাটকে শাওনকে তিনি বারবার হাজির করেছেন।অনিচ্ছা সত্বেও দর্শকদের তা গিলতে হয়েছে। না হলে দেশ আজ অনন্য সব নতুন অভিনেত্রীদের সন্ধান পেত তাঁর সৃষ্টির মধ্যে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




