সামুতে যত পোষ্ট তাঁর প্রায় ৭০% তথাকথিত ধর্মের প্রচার। সে সবে যত সব আজগুবি যুক্তি ও ইতিহাসকে সৃষ্টিকর্তার ধর্ম ও আদর্শ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তা বিশ্বাস না করলে ভয় দেখানো হচ্ছে।
এভাবে সৃষ্টিকর্তার মনোনিত আদর্শের কথা বলে সরল মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
কিন্তু আপনার কথা কেন মিথ্যা ও কেন বিশ্বাস করিনা তা বলতে গেলেই আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। আমাকে হত্যা করতে চাইবেন। আপনার কথার বিপরীত যুক্তি উপস্থাপনে বাঁধা দেবেন। মুখ খুলতে দেবেন না। এটা কোন গনতন্ত্রের কথা না।
যেহেতু সৃষ্টিকর্তা সরাসরি কথা বলেন না। সৃষ্টিকর্তার নামে আপনার কথা মিথ্যা কিনা তা প্রমানের অধীকার মানুষের আছে।
আপনার কথা যে মিথ্যা তা প্রমান করতে গেলে আপনার ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগবে ক্যান?
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




