একটি পিচঢালা পথ ও কিছু বৃষ্টি কণা মাড়িয়ে,
আমি আমার ক্লান্ত বিকেল পেরিয়ে
এই একা আমি হেঁটে যাই হেঁটে যাই
সুদুর থেকে সুদুরে; অজানা কোনো জগতে।
কখনো না থামি শহুরে বন্দীশালা ভাঙ্গি,
এগিয়ে যাই নিজের মতো করে সেই বৃষ্টি ভেজা পিচঢালা পথে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




