মনে করি এইখানে শেষ
কোথা বা হয় শেষ ।
আবার তোমার সভা থেকে
আসে যে আদেশ ।
সন্ধ্যাবেলার সোনার আভায়
মিলিয়ে নিয়ে তান
পূরবীতে শেষ করছি
আমার যতো গান..
সিঁড়ি-
আমরা সিঁড়ি
তোমরা আমাদের মাড়িয়ে
প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,
তারপর ফিরেও তাকাও না পেছনের দিকে
তোমাদের পদধূলিধন্য আমাদের বুক
পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন...।
শেষ কথা -
বলতে পারো বড়মানুষ মোটর কেন চড়বে ?
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে ?
বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি
গরীবরা পায় খোলামকুচি, এ কী অনাসৃষ্টি ?
বলতে পারো ধনীর বাড়ী তৈরি যারা করছে ,
কুঁড়েঘরেই তারা কেন মাছির মত মরছে ?
ধনীর মেয়ের দামী পুতুল হরেক রকম খেলনা ,
গরীব মেয়ে পায়না আদর, সবার কাছে ফেলনা ।
বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য ,
ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য... ?
গুডবাই সামু.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




