কিছুদিন আগে একটা কৌতুক শুনলাম। সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে।
এক ক্রেতা আপেল বিক্রেতার দোকানে আসলেন আপেল কিনতে।
ক্রেতা: আপেলের দাম কত?
বিক্রেতা: ৫০ টেকা কেজি।
ক্রেতা: ৪৫ টাকায় হবে।
বিক্রেতা: মাথার টুপিটা ছুইয়া কইতাছি স্যার, মাত্র দুই টেকা লাভে বেচতাছি। ৪৮ টেকায় কিনা। ৫০ এর নিচে দেওন যাইব না।
ক্রেতা ৫০ টাকায় ১ কেজি আপেল নিয়ে পাশের দোকানে এলেন কমলা কিনতে। তখন আপেল বিক্রেতার দোকানে আরেক ক্রেতা এল। ৫০ টাকা দাম চাইতেই ক্রেতা ৪৫ টাকার বেশি দেবেনা বলে চলে যেতে লাগল। আপেল বিক্রেতা তখন ক্রেতাকে ডেকে ৪৫ টাকায় আপেল দিলেন। আগের ক্রেতা পাশের দোকান থেকে এসব দেখে আপেল বিক্রেতার কাছে এলেন।
ক্রেতা: মিথ্যুক, বজ্জাত কোথাকার! আমারে কইলি ৪৮ টাকায় কেনা আর আরেক জনরে বেচলি ৪৫ টাকায়। তু্ই আমারে মিথ্যা কইলি মানলাম। কিন্তু টুপি ছুইয়া মিথ্যা কইলি কেন?
বিক্রেতা: ও স্যার,টুপি!এইডা তো আমার ব্যবসায়ের টুপি।
নামাজের টুপি ছু্ইয়া তো আর কই নাই।
নামাজের টুপি তো আমার পকেটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



