চলমান রাজনীতিতে প্রশাসনও সরকারের কাছে কয়েকদিন ধরে মূর্তিমান আতন্ক হিসাবে জামাত-শিবির পরিচিত হয়ে উঠেছে। তাদের মূর্তিমান আতন্ক হিসাবে ঘটা প্রতিটি ঘটনাকে পুলিশ জামাত-শিবিরের উপর একচেটিয়া দোষ চাপালেও বাস্তব চিত্রে তাদের বক্তব্যের সত্যতা খুব স্পষ্ট ছিলনা। পাশাপাশি এ দলটি থেকে ও বারবার বলা হচ্ছিল যে, পুলিশ তাদের প্রতিবাদ কর্মসূচী করতে দিচ্ছেনা এবং উস্কানীমূলকভাবে আক্রমন করে তাদের কর্মীদের ভাংচুরে বাধ্য করছে।যা পায়ে পারা দিয়ে ঝগড়ার মত।
গত কয়েকদিন ধরে চট্রগ্রাম, খুলনা এমনকি আজ রাজধানীতে দলটির বক্তব্যের সত্যতা যাচাই হল। আজ সকাল ১০.০০ টার দিকে রাজধানীর কাকরাইল মোড় এর নিকট থেকে তাদের শুরু হওয়া বিশিল মিছিলটি কোন ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়ে মতিঝিল শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়্। পাশে দাড়ানো সাধারন মানুষদের কে বলতে শোনা যাচ্ছিল যে, পুলিশের এমন দায়িত্ব পূর্ন পেশাগত আচরন জনগন আশা করে ।
উল্লেখ্য, কয়েকটি অনলাইন নিউজ সাইট সহ অনেক পত্রিকা আজ ব্যাপক ভাংচুরের আশংকা প্রকাশ করেছিল।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



