গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না সরকার : পররাষ্ট্রমন্ত্রী
বর্তমান আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। গতকাল পররাষ্ট্রমন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দৈনিক আমার দেশ এবং অন্য একটি গণমাধ্যম বন্ধ ঘোষণাসহ সার্বিক মানবাধিকার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। গণমাধ্যমের ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। তিনি দাবি করেন, যে দুটি গণমাধ্যম বন্ধের কথা বলা হচ্ছে তা কোনো রাজনৈতিক সিদ্ধান্তে করা হয়নি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু হয়েছে। প্রসঙ্গত, গত ১ জুন বর্তমান সরকার সম্পূর্ণ বেআইনিভাবে দৈনিক আমার দেশ-এর প্রকাশনা বাতিল করে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পত্রিকা অফিস থেকে গ্রেফতার করে। ওই রাতে পুলিশের হামলায় অন্তত ২০ জন সংবাদকর্মী আহত হন। এদিকে মাহমুদুর রহমানকে আদেশ-নির্দেশ অগ্রাহ্য
করে রিমান্ডের নামে নির্মম পৈশাচিক নির্যাতন করা হচ্ছে। হাইকোর্টের রায়ের পরও আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেয়া হয়নি। সেখানে পুলিশ তালা ঝুলিয়ে দিয়েছে।
সংবাদ সম্মেলনে পরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী বছরের শুরুতে প্রধানমন্ত্রী রাশিয়া সফরে যাবেন। পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে চূড়ান্ত চুক্তির আগে কারিগরি বিষয়ে আরও একাধিক চুক্তি করতে হবে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সবকিছু ঠিকমত এগুচ্ছে বলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান।
আমাদেরশের অনলাইনের সৌজন্যে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




