তুমুল ঝড়ের মাঝেও তুমুল জীবনের স্বাদ ঘ্রাণ
মুগ্ধ করুক প্রাণ
জরা মৃত্যু ক্লান্তি প্রকৃতীর মতই চলুক
উৎসবে আনন্দে তবু প্রাঙ্গণ মুখরিত থাকুক
বিদায়ী সময় যেন এতটুকু শোকও
ছুঁড়ে দিতে নারে নতুন প্রাণের জোয়ারে
যুদ্ধেরা সব হারিয়ে যাক শ্বাপদ সংকুল অরণ্যে
ছেলে বেলার পকেটে জমা থাকুক টুকরো টুকরো আকাশে দুরন্ত বাতাসের ছুটোছুটি
ভালোবেসে মায়ের ছেলেরা নতুন করে বেঁচে থাকবে
তাদের স্বভাব সুলভ পিতৃত্বে
তাদের নব নব আবিষ্কারে পৃথিবীর সীমা ছাড়িয়ে
সভ্যতা বিকশিত হবে মহাকাশের আনাচে কানাচে
সৃষ্টি আর চেষ্টায় লিঙ্গ এবং সময়ের দুরত্ব অদৃশ্য হয়ে যাক মগজের ভাঁজে ভাঁজে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




