২৩-০২-২০০৯ তারিখ সোমবার, নয়া দিগন্ত পত্রিকা পড়তে পড়তে হঠাৎ চোখর সামনে এসে পড়ল একটা মজার সংবাদ সেটা হল " ঢাকায় শুরু হচ্ছে সন্ত্রাস বিরোধী আর্ন্তজাতিক সম্মেলন"। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস দমনে দুই দিন ব্যাপি সম্মেলন। যেটি আয়োজর করেছে বিআইপিএসএস(বেসরকারী গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি)। এতে অংশগ্রহণ করছে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্থান, শ্রীলংকা প্রভৃতি দেশের প্রতিনিধিগণ। এছাড়া আর্ন্তজাতিক পর্যায়ে কাজ করবেন এমন ১৮ জন বিশেষজ্ঞও অংশগ্রহণ করবেন। বেসরকারী গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি এর সভাপতি মেজর জেনারেল মুনিরুজ্জামান জানিয়েছেন, সম্মেলনের সুপারিশসমুহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের কাছে পাঠানো হবে। তিনি আরও বলেছেন, এখন থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে এটা সবার জন্য অন্যতম সমস্যা হিসাবে দেখা দিবে। কিন্তু আমরা সাধারণ জনগণ জানি যে, একটি দেশের সরকার ইচ্ছে করলেই এক বছর নয়, এক মাস নয়, এক সপ্তাহের মধ্যে দেশের সকল সন্ত্রাসকে আটক করতে পারে। কিন্তু তা না করে এসব সম্মেলন করে কোন দিনও বিশ্ব থেকে সন্ত্রাস নিমূল করা যাবে না। বর্তমান বিশ্বের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাস ছাড়া রাজনীতির মাঠ অচল । বাংলাদেশের প্রেক্ষিতে বিগত কেয়ার টেকার সরকারের সময় সন্ত্রাসীদের যেভাবে ক্রস ফায়ারে মারা হয়েছে, এখনও যদি সেই অবস্থা বজায় রাখা যায় তাহলে সন্ত্রাসীরা সন্ত্রাস করতে ভয় পাবে। ফলে ঘটা করে বিশ্বের কোন দেশকে সন্ত্রাসবিরোধী সম্মেলন করতে হবে না। তাই বিশ্বের সকল দেশের ক্ষমতাসীন সরকারের কাছে এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশ সরকারের নিকট আমাদের আকুল আবেদন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হোন। বাংলাদেশকে সন্ত্রাসের দিক দিয়ে প্রথম নয়, শান্তিতে প্রথম দেখতে চাই।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




