আমার প্রথম ব্লগ লেখা ..
কি লিখবো ভেবে ভেবে মাথা গরম ,অত:পর অনেক বাঙালি যুবকের মত কিছু ছাইপাশ সাহিত্য রচনা .
এইখানে নয় ,অন্যকোথাও
হয়তোবা কোনো বিপদজনক পাহাড়ি বাঁকে,
তোমার সাথে আমার দেখা হবে আবার ।
তুমি আমি দুজনেই ভুল সময়ে অথবা ভুল জায়গায়
একে ওপরের সাথে মিলিত হয়েছি।
ভুল ভাঙার জন্যই আজ দূরে কোথাও চলে যাচ্ছি
তবে দেখা হবেই আমাদের ,
তখন তোমার চোখে থাকবে না ,কোনো রঙ্গীন ঠুলি অথবা
হাত ধরে কোনো গোবোর গনেশ বয়ফ্রেন্ড।
আর আমার নির্বোধ ভালোমানুষি আর কিংবা প্রবল ইগো
দুটোই কমে যাবে ।
তখন সময় বা জায়গা দুটোই থাকবে ঠিক
তোমার যৌবন তখন পুরোপুরি পরস্ফুটিত,পূর্নিমার চাঁদ যেন
আর আমি এক ক্ষুধার্ত নেকড়ে . .
তোমার তখন বাতাবি লেবু নয় ,থাকবে পরিপূর্ণ কোনো মধুচাক
আর আমি অভিযাত্রি কোনো এক মধুমক্ষি
শুষে নেব ,চুষে নেব ।
এই খানে নয় অন্য কোথাও
অন্য কোনো ভুবনে....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



