আকাশ জুড়ে বেদনার এক নীল তারা ,
কৃষ্ণ আকাশে ক্ষয়া রক্তাক্ত চাঁদ
জানালার শিক ধরে ,বিবস্ত্র আলুথালু বেশে
অতৃপ্ত বধুর হাহাকার , বাইরে বয় নীশিথের ধূ ধূ হাওয়া ।
বিছানায় ঘুমায় মাংশাসী হায়েনা ,
পাঁচ মাসের অবুঝ শিশু বিছানা ভেজায়
নৈঃশব্দের আর্তি ভেসে বেড়ায় বাতাসে
স্ট্রীট ল্যাম্পের ম্লান আলো প্রগাঢ় করে তোলে জমাট অন্ধকারের বুক ।
বিক্ষুব্ধ সাগরে ছোট ডিঙি নৌকায় যুঝতে থাকে
অসহায় বৃদ্ধ জেলে ,
জালে তার ধরা পরেনি একটিও মাছ ।
আর ব্যর্থ একজন মানুষ
হাঁতড়ে বেড়ায় সত্যকে --
বাস্তবতা আর পরাবাস্তবতার মধ্য
পার্থক্য কতটুকু???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



