মুক্তি নেই কোরালের , আছে তার এক বিষাদের ঘোড়া-
এক তেজী স্ট্যালিয়ন , অষ্টপ্রহর দাপড়ে বেড়ায় -
হঠাৎ কোন এক মাঝরাতে বুকের ভিতর ধুপধাপ ক্ষুরাঘাত
নির্মিলেশ আঁখি ছাদের কড়িকাঠ ছাড়িয়ে নিশিতের অবগুন্ঠন ঠারে...
জীবন যাপন করে সে কোন এক কুকুরের-
মন সে তো বাঁকা নেজ !
ঘোরে অথবা বেঘোরে নড়ে ওঠে তারি প্রত্যাশায়...
কোন এক কুজন্মের পাপ দিয়েছে ঠেলে তারে শয়তানের প্রাসাদের সামনে
শয়তানের চাবানো হাড় , এটোকুটো আজ তার দায়িত জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



