আরে দেখ, দেখ...
ওমা সেকি! এতো দেখি
নকল ফেয়ার ওয়ান!!
কি? এত্তবড় প্রতারণা আমার মেয়ের সাথে?
: হুজুর শুধু কি তাই? শুনেছি বর নিজেও চোরাই পথে নকল পণ্যের ব্যবসা করে...
:: তার মানে স্ম্যাগলার? না, না, না, এ বিয়ে হতেই পারে না...
স্ম্যাগলার'রা দেশ ও জাতির শত্রু
: আপনি জানেন কি? স্ম্যাগলিনের মাধ্যমে চোরাই পথে আসা নিম্ন মানের নকল ফেয়ার ওয়ানে বাজার সয়লাব! শুধু তাই নয়, এটি অত্যন্ত অন্যায় ও একটি গর্হিত কাজ। এতে ক্রেতা সাধারণ প্রতারিত হন এবং সরকার তার ন্যায্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।
দেশ ও জাতির স্বার্থে নকল চোরাই পণ্য ক্রয় করা ও ব্যবহার করা থেকে বিরত থাকুন। শুধুমাত্র আসল ফেয়ার ওয়ান কিনুন।
কিন্তু আসল ফেয়ার ওয়ান চিনুম কেমনে??
>> হ্যাঁ, আপনাদের কারো জানা থাকলে তাড়াতাড়ি লিখে জানিয়ে দিন। আর অবশ্যই আপনার নাম, জেলা, থানা, বয়স ও পেশা লিখে একটি এস.এম.এস. পাঠাতে ভুলবেন না যেন। যে নম্বরে এস.এম.এস. পাঠাবেন: +৮৮ (০১৯১) ৭৭০৭৮৮০
১। উপরের স্ক্রিপ্ট পড়ে একটি কাল্পনিক চিত্র দাঁড় করান ঠিক আপনার মনের মতো করেই। আর কল্পনার রং ভাষায় লিখে ফেলুন ব্লগে।
২। স্ক্রিপ্টের সম্ভাব্য চরিত্রগুলির নাম লিখতে চেষ্টা করুন।
৩। কি প্রতারণা করা হয়েছে হবু কনের সাথে?
৪। সামাজিক সচেতনতা এবং স্ক্রিপ্টের শিক্ষনীয় বিষয়টি লিখে ফেলুন চট জলদি।
সঠিক উত্তরদাতাদের সবাই পাবেন আকর্ষণীয় ফেয়ার ওয়ান গিফট বক্স।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




