১। Sony Ericsson Xperia ray
সিলেক্টের কারন: ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ছোট ও সুন্দর ডিজাইন, 1 GHz প্রসেসর, অন্ড্রয়েড v4.0 আপগ্রেডেবল ইত্যাদি।
২। Sony Ericsson Live with Walkman
সিলেক্টের কারন: মূলত গান শোনার জন্য। সাথে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, আর বাকি সব Xperia ray এর মতই।
৩। HTC Wildfire S
HTC কিনার ইচ্ছা আছে কিন্তু ভাল ফিচার সমৃদ্ধ সেটের দাম মনে হয় অনেক বেশি। অনেক খোজার পর HTC Wildfire S পাইলাম। যদিও এটা Sony Ericsson এর মতো ফিচার সমৃদ্ধ না তারপরও এটা পচন্দ হইছে। আরেকটা কথা, কেউ যদি HTC Desire S এর দামটা জানেন প্লিজ জানাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




