জানি তুমি আমার এই লিখা কোন দিন পড়বে না। তবুও লিখলাম । সামু তে হাজার হাজার ব্লগার তো পড়বে।
সম্পর্কটা আমি চাইনি কোন দিন। তবু আমাদের একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে গেল। জানি আমাদের এই সম্পর্ক মেনে নিবে না কেঊ । ঠিক সেটাই হ্ল। আজ এখনও আমি তুমাকে অনেক বেশি ভালবাসি । কোন দিন তুমাকে পাব না। তবুও তুমাকে ভুলতে পারি না কিছুতেই।
একটা সময় তুমাকে ফোন না করে আমি থাকতেই পারতাম না। কিন্তু এখন আর এমন টা মনে হয় না। তুমি আমার মোবাইলে মিস কল দাও সব সময় এখও । তোমার মিস কল দেখে আমি নিজেকে মানেতে পারি না। কল বেক করে জানতে চাই তুমি কেমন আছ?
মন থেকে আর আগের মত করে তুমাকে গ্রহন করতে পারি না।
আর কি হবে আগের মত ভাল বেসে তুমাকে । যখন তুমার আমার ফ্যামিলি তুমার সম্পর্ক মেনে নিবে না , তবে কেন আবার তুমাকে ফিরে পাওয়ার আকুতি ?
যেদিন আমার আপা তুমার আমার সম্পর্কের কথা জানতে পারে সেদিন থেকেই আমাদের কষতের দিন গুলি চলে এল।
আমি তা মেনে নিতে পারলাম না । তবু তুমার সাথে সম্পর্ক রাখতে চাইলাম। কিন্তু তুমি তা হতে দিলে না। তখন যে আমার কি অবস্তা ছিল তা তুমাকে বুজাতে পারব না। ঠিক মত খেতে পারতাম না। ঘুমাতে পারতাম না। ক্লাস করতে পারতাম না। আর তুমাকে কতই না ফোন করতাম । ইচ্ছে হলে রিসিভ করতে । আমার অবস্তা টা জানে চাইতা না।
পাস করে যখন ঢাকায় আসি তখন তুমাকে এক পলক দেখার জন্য আমি তুমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকত । শুধু এক পলক দেখার জন্য। তুমি একদিন ও দেখা করনি । আর কষ্ট বুকটা ফেটে যেত।
পরে শুনলাম যে তুমার বিয়ে ঠিক হয়ে গেছে তুমার এক অস্টেলিয়াতে থাকা এক কাজিনের সাথে । তার পর বুজলাম কেন তুমি আমাকে এড়িয়ে যাও । তার পর অনেক দিন পার হয়ে গেল । নিজে কে আস্তে আস্তে ঠিক নিলাম।
একেবারে ভুলেই গেলাম তুমাকে । পরে শুনলাম কোন এক কারনে তার সাথে তুমার বিয়ে হ্ল না। তখন নিজে নিজেকে বললাম কাঊকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না।
প্রায় ছয় মাস পরে আবার তুমি আমাকে আগের মত পেতে ফোন করলে । আমি তূমাকে কিছু বলে তুমার ফোন রিসিভ করি । আর কষ্টর দিন গুলোর কথা মনে করি ।
বলতে পার নি তুমাকে কিছুই । কারন আমি যে তুমাকে অনেক বেশি ভালবাসি।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




