'না' এর শক্তি তুমি জানো
ডালিয়া সাত্তার
শিরের কয়েক ইঞ্চি উপরে দোলানো ফাঁসির রশি,
ব্যাথায় কাতর সন্তানের মুখ,
সাপের ফণার মত ছোবলরত বিষধর মিডিয়া -
সব কিছু্ উপেক্ষা করে
তুমি বলেছো 'না'।
জনগণের পায়ে বেড়ী দেয়ার,
বিশ্বাসঘাতকতা, আঁতাত আর
কৌশলে ক্ষমতার শিকে ছেড়ার
সকল লোভকে তুমি
তিতুমীরের ঈমান
বখতিয়ারের সাহস
আর নূর হোসেনের দেশপ্রেম দিয়ে
বলে দিয়েছো 'না' ।
কেননা 'না' এর শক্তি তোমার জানা -
কালেমার শুরু হচ্ছে 'না',
বাহান্নর শ্লোগান ছিল 'না',
একাত্তরের মন্ত্র হলো 'না'।
'না' এর শক্তিবলেই তুমি তাড়িয়েছিলে
সিন্দাবাদের বুড়ো শয়তানের মত
বাংলাদেশের কাধে জেকে বসা
বেহায়া স্বৈরাচার।
এবারো তুমি
'না' এর উপর দাড়িয়ে রয়েছো অবিচল।
দেখবে সব সব বেঈমান পালিয়ে যাবে,
মেরুন্ডহীন সরীসৃপের দল
মাটিতে গড়াগড়ি করতে করতে
লুকাবে গিয়ে অন্ধকার গর্তে,
আর ছিন্ন হয়ে যাবে
মাকড়সার জালের মত
বিস্তৃত সকল ষড়যন্ত্রের জাল।
জেনে রেখো সাহসীর বীরত্বগাথাই গড়ে দিয়েছে
চিরন্তন বাংলাদেশের ইতিহাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


