প্রায়শঃই আমরা বিভিন্ন ব্যক্তি বা তাদের চিন্তাভাবনা, জীবনদর্শন বা কাজের মূল্যায়ন ও সমালোচনা করে থাকি। তবে এটা করতে গিয়ে অনেকসময় নিজেরই অজান্তে বা ইচ্ছাকৃতভাবে স্হান-কাল-সমাজ পরিবেশ নিরপেক্ষভাবে বা আজকের সমাজের নীতি-নৈতিকতা-দর্শনের আলোকে বিচার করে ফেলি। কিন্তু এভাবে আলোচনা-মূল্যয়ন করলে আমরা ভুল করবো। কেননা মানুষের চিন্তাভাবনার অশেষ-অফুরন্ত ক্ষমতা থাকলেও তা স্হান-কাল রাজনৈতিক-সামাজিক পরিবেশের সীমার মধ্যে আবদ্ধ। মানুষ, তা তিনি যত বড় প্রতিভাবান মানুষই হন না কেন এই বাস্তব সামাজিক পরিবেশকে অতিক্রম করতে পারেন না। ফলে আজকের যুগের উন্নত চিন্তা-চেতনার আলোকে, আজকের রুচি সংস্কৃতির প্রেক্ষাপটে অতীতকে বিচার করতে চাওয়া কোন কাজের নয়- উচিতও নয়। কোনো ব্যক্তির জীবনদর্শন, চিন্তাভাবনা, রুচি-সংস্কৃতি, কর্ম, তার সমসাময়িক সমাজের মাপকাঠিতে, সেসময়ের প্রগতিশীল আন্দোলনের, এগিয়ে থাকা ভাবনার পরিপূরক অথবা বাধা ছিল কিনা -- এটাই বিচার্য। সে সময়ের সমাজ-অগ্রগতি এবং প্রগতি আন্দোলনের দৃষ্টিকোণ থেকে তার ভাবনা দর্শন ক্রিয়া-কর্ম কতটা প্রগতিশীল অথবা প্রতিক্রিয়াশীল ছিল, সমাজকে তা এগিয়ে নিয়ে যেতে কতটুকু সহায়তা করেছিল বা পেছন থেকে টেনে ধরেছিল -- মূল্যায়ন করতে হবে সেই প্রেক্ষিতে।
ফলে সামগ্রিকভাবে স্হন-কাল-সমাজের ঊর্ধ্বে শ্বাশত চিন্তার কোন স্হান নেই-- মানেও নেই, এটা ভুল। এরকমভাবে বোঝা সত্যকে চেনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, আমাদেরকে ভুল পথে পরিচালিত করে। ফলে বিভিন্নযুগের চিন্তানায়কেরা মহামনিষীরা নিজ নিজ যুগের শ্রেষ্ঠ মহামানব হলেও তাঁরা যুগের সীমা স্হন-কাল বাস্তব পরিবেশের সীমা অতিক্রম করতে পারেননি। একটা যুগের বিশেষ চিন্তাভাবনা রীতিনীতি সাংস্কৃতিক কাঠামো সমাজকে খানিকটা দূর এগিয়ে দেয়। তারপর নতুন পরিবেশে নতুন সমস্যার সামনে পুরনো সেই ভাবনাধারণা -- যা একদিন সমাজপ্রগতিতে, সমাজকে এগিয়ে নিতে, মানুষের উন্নতিতে-কল্যাণে-বিকাশে সহায়তা করেছিল -- তা অকার্যকারী/অসামঞ্জস্যপূর্ণ (inadequate) হয়ে পড়ে; নতুন যুগের নতুন সমস্যাকে ব্যখ্যার প্রেক্ষিতে অসম্পূর্ণ এবং অসত্য হয়ে যায়। তখন নতুন যুগের নতুন মানুষ পুরনো সবচেয়ে এগিয়ে থাকা ভিতের উপর নতুন নির্মাণ করেন -- নতুন পরিবেশে, মানুষ এবং সমাজের নতুন প্রয়োজনে নতুন আদর্শ নীতিনৈতিকতা রুচি-সংস্কৃতি মুল্যবোধের জন্ম দেন। এভাবেই আদর্শ ও মূল্যবোধের ধারণাগুলো অতীত যুগ থেকে নিত্যনতুনরুপে পরিবর্তিত হয়ে পাল্টে গিয়েছে।
ফলে সমাজকে এবং সমাজে ক্রিয়াশীল মানুষের মূল্যায়নে এ কথাগুলো মনে রাখলে বিচ্যুত হওয়ার আশংকা থাকে না।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



