সামুতে আমি একজন নিয়মিত পাঠক।বিভিন্ন ব্লগারের ব্লগ আমি ঘুরে বেড়াই।তাদের লেখাগুলো পড়ি। কিন্তু কখনো কনো মন্তব্য করতাম না। কারন আমার কোন ব্লগ রেজিস্ট্রেশন করা ছিল না।পাঠক থেকে আমার হঠাত আমার ব্লগার হতে ইচ্ছা হল। সেই তাড়না থেকে অবশেষে আমি আমার ব্লগ রেজিস্ট্রেশন করে ফেললাম।কিন্তু রেজিস্ট্রেশন এর পরই ঘটল বিপত্তিটা।
একটা চাঁপা কস্ট পেলাম। মডারেটররা আমাকে মন্তব্য করতে অনুমতি দিল না। কারন হিসেবে আমার নোটিস বক্স এ লেখা আছে
"দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না ।
লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না । কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন । কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে ।"। ব্লগ দেখলাম বিভিন্ন ভাগে ব্লগার রা বিভক্ত। কিছু ব্লগার দেখলাম গালিগালাজ করতে এত টুকু চিন্তা করেন না। অকথ্য ভাষায় গালিগালাজ যুক্ত ব্লগ পোস্ট করেন। অন্যের ব্লগ এ মন্তব্যে গালিগালাজ করেন। বিভিন্ন ব্যাক্তিদের বাজে পোর্টেট ইমেজ পোস্ট করেন। সেই কারনে মডারেটর নতুন ব্লগার দের জন্য এই ধরনের ডিশিশান নিয়েছেন।
খুব খারাপ লাগল এই ভেবে কিছু লোকের জন্য আমি এখন ও ব্লগে ওয়াচ পজিশনে আছি। কবে যে সেফ পজিশন এ যাব ব্লগ এ মন্তব্য করতে পারব তার কোন ঠিক নাই।
তাই সামুর মডারেটর দের বলছি আমাকে ওয়াচ পজিশনে রাখার কোন দরকার নাই। কারন আমি দুস্ট ব্লগার দের দলে নই।যত তাড়াতারি পারেন আমাকে সেফ পজিশনে নিয়ে যান। নয়ত মনের দুঃখে হয়ত ব্লগই ছেড়ে দিতে পারি। মডারেটর রা মাইন্ড কইরেন রা একটু মজা করে সত্যি কথাটা বললাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



