ছোট বোন শিল্পকলা চর্চা করে। তাই তার একাডেমী থেকে তাকে বিটিভি তে নিয়ে গেছে ঈদের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য।
আজকাল কার মিডিয়া মায়েদের জন্য সেফ না।তাই তার জন্য আজ আমার প্রথম বিটিভিতে যাওয়া। গিয়ে বুঝতে পারলাম কেন বিটিভির অনুষ্ঠান মানুশ দেখতে চায়না।
আমার পাশের বাসার সুমির মার বড় ছেলে নাম তুহিন। প্রতিদিন বাথরুমে ঢুকে হেড়ে গলায় জোরে চিৎকার মেরে গান গায়। তাকে দিয়ে গাওয়াল গান। বুঝলাম সে কি গান গাইল না ক্লাস টিচারের কাছে রিডিং পড়া দিল?
সেই একই স্ক্রিট। সেই একই থীম। নাই কোন নতুনত্ত।
সস্তা মানের সেট। ৫ জনে একটা দলীয় গান, দুইটা একক , একটা নাটিকা, দুইটা আবৃত্তি। ব্যস হয়ে গেল একটা ঈদের এক ঘন্টার অনুষ্ঠান। এক ঘন্টা কিভাবে হল বুঝলেন না ৩০ মিনিট বিজ্ঞাপন বিরতি।
এই হল আমাদের বিটিভি যার পুরো নাম "বলদ টেলিভিশন"।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১০ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



