সেই জন্য আমার বলে থাকি আমার সবথেকে কাছের বন্ধু আমার কম্পিউটারখানা। মাঝে মাঝে ভেবে কুল পাই না কোনটা ছেড়ে কোনটা শিখব। কম্পিউটারের ও ইন্টারনেট নিয়ে বসলে সময় যে কিভাবে চলে যায় বুঝতে পারি না। প্রতিদিন ই শিখছি। তবুও কম্পুউটার এর এই বিশালতার মাঝে আমি একটা চুনোপুটি। মাঝে মাঝে ভাইরাস নামক একটা শত্রু আমার ও কম্পিউটারের মধ্যে দুরত্ত স্রিস্টি করে।
তাই এখন লিনাস্ক ইউজ করি। তবুও এক্সপি আমার অনেক প্রিয়।
আমার এ পোস্ট নতুনদের জন্য।
আমরা প্রায় প্রতিটি মানুষ দিনের অনেকটা সময় কম্পিউটার নিয়ে সময় কাটাই। বিভিন্ন সময় কাছের লোকজনের কাছে একটি প্রশ্নের সন্মুখীন হয় " আচ্ছা আপনার কম্পিউটারের কনফিগারেশন কী?
উত্তর দিতে আমরা হয়ত মাই কম্পিউটারের properties না হয় মাই কম্পিউটারের manage এ গিয়ে তথ্য সংগ্রহ করি।
অথচ নবীন উজাররা এ ক্ষেত্রে একটু সমস্যায় পড়ে। কিন্তু অপারেটিং সিস্টেম এক্সপিতে অনেক সহজে কম্পিউটারের পুরো কনফিগারেশন জানা যায়।
এ জন্য প্রথমে click করতে হবে start button।
সেখান থেকে help and support center এ।
এরপর support button এ click করতে হবে। নতুন একটি window আসবে।
সেখানে নিচে sidebar এ my computer information নামে একটি লিংক আসবে।
এই ্লিংক এ click করলে নতুন একটি window আসবে। সেখানে থাকবে আরো ও চারটি লিংক।
এই লিংক গুলোতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনার পিসি related information.
*******************************************************************
আজ এ টুকুই। সবাই ভাল থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



