আমার বাতায়ন পাশে সবুজ দেবদারুর সারি
যেমন নজরুলের ‘বাতায়ন পাশে গুবাকতরুর সারি’।
নজরুল নই, তার মত লিখতে পারিনে তা
তবু অনুরত অনুভূতির মালা গড়ি, ভাবি যা।
সে আমায় দেয় সবুজাভ ভালবাসা
মেঘ বাদলে দেখি তার অভিমান খাসা।
ঝড়বাদলে তার অশ্রু ঝর ঝর
সোনালী রোদ্দুরে হাসি ভর ভর।
বাদল রাতে জানালায় এসে দাঁড়াই
জলে ভেজা অরণ্যের গন্ধ পাই।
সবুজ আনন্দে সে যখন দুলতে থাকে
পাতার হাতছানিতে আমাকেই ডাকে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১১ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



