মরনের আগে একবার মানুষকে
মনের মত বাঁচতে দাও বিধাতা
তুমি নাও সে দ্বায়িত্ব
মানুষ যেন না করে তোমার উপর কর্তৃত্ব।
আমি লজ্জিত হই তোমার সৃষ্টির অবমাননায়
আমি বিস্মিত হই
তোমার নীরবতায়
তাহলে কোন ভরসায়,
কার আশ্রয়ে বেঁচে থাকবে মানুষ?
কোন বিচারক শুনবে অভি্যোগ?
দঃখ ভারে পৃথিবী অবনত,
তোমার অস্তিত্বের প্রকাশ ঘটাও
যথার্থ সময়ে, সৃষ্টির চাহিদায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



