ভালোবাসা বাস করে দূর আকাশের চাঁদে
যতবার তাকাই, সে আমায় জোছনা সাধে
হঠাৎ দেখি মেঘের ছায়ায় সে অতি বিষন্ন
ছায়া কেটে গেলে তার হাসিতে হব ধন্য।
আমি তারই কথা ভাবতে থাকি
নির্ঘুম রাতে মেলে রেখে আঁখি
দূরের ও ভালোবাসা নেহাৎ দূরাশা
মেঘমুক্ত হোক চাঁদ এইটুকু আশা
বুঝি না মেঘের রহস্য, কেন তারে ঘেরে
তাই জোছনার ভালোবাসা কেঁদে কেঁদে ফেরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



