টেলিফোন আসে,
কি খবর, কে সে?
সে কী আপন বন্ধু জন?
হিতাকাঙ্খী, নাকি শত্রু কোন?
এ কি সুখবর নাকি দুসংবাদ?
সচকিত মনে চলে বাদ প্রতিবাদ।
সূচিন্তা দুশ্চিন্তা মনে ভর করে,
কিছুক্ষণ চুপ থাকি টেলিফোন ধরে।
যেন হয় সুখবর মন বলে
সারাদিন ভাল যাবে তাহলে।
আশ্চর্য! প্রাণহীন টেলিফোন এত প্রাণময়?
সুখে দুঃখে জীবনকে করে ফেলে জয়।
জীবনের কথা যেন তার হৃদয় থেকে আসে
তাই রিসিভার হাতে নিয়ে মন কাঁদে হাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



