জীবনে আছে মহাকাব্য তবু লেখা হয় না তা
লেখা হয় না মনের মত যা ভাবি সবি তা
মহাকাব্য সেত জীবনের ইতিহাস
লেখা হলে দেখা দেবে জীবনের পরিহাস।
জীবন কখনও ছিল স্বর্ণালী স্বপ্নময়
সুখের দৃঢ়তা, প্রত্যয় ছিল সুন্দর মনময়!
সম্ভাবনা ছিল মনে স্বর্গরাজ্য গড়ে ওঠার
কিন্তু সহজেই হয়না তা, প্রয়োজনে সবার
পৃথিবী এক কঠিন কবিতা, বুঝে ওঠা দুষ্কর
মনের কাব্য, পৃথিবীর কাব্য কে কার নির্ভর?
জীবন গড়ার দৃঢ়বাসনায় দুর্দান্ত মানুষ সবে
ধরে থাকে হাল, হয় কত বেহাল, তবু বেঁচে রবে।
অসীম ভরসায় অবশেষে জীবন কেটে যায়
জীবনের কাব্য শেষ হয় মরনের প্রান্ত সীমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



