অদৃশ্য কোন মায়ায় পথ চলে সবে?
কেউ কাঁদে সর্বনাশে, হাসে কেউ উৎসবে।
গভীর রহস্যে ভরা এই মায়াময় পথ
আশার পশরা নিয়ে যেন বয়ে চলে রথ
রথটা যে রাঙানো, ফুলে ফুলে সাজানো
যেন নূপুর পায়ে রুম ঝুম বাজানো।
আকাঙ্ক্ষার ফুলে ভরা জীবনের রথ
ওপরে আলোময় আকাশে উড়বে কপোত।
থামেনা কেউ, সামনে স্বপ্নের জগত।
পাওয়া যাবে, পেতেই হবে গন্তব্যের পথ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



