হে পাক পারওয়ার দিগার হে-বিশ্বপালক,
আপনি আমাকে লহমায়
একজন তুখোড় রাজাকার ক'রে দিন । তা'হলেই আমি
দ্বীনের নামে দিনের পর দিন তেলা মাথায়
তেল ঢালতে পারবো অবিরল,
গরিবের গরবী কায়েম রাখবো চিরদিন আর
মুক্তিযোদ্ধাদের গায়ের চামড়া দিয়ে
ডুগডুগি বানিয়ে নেচে বেড়াবো দিগ্বিদিক আর সবার নাকের তলায়
একনিষ্ঠ ঘুণপোকার মতো অহর্নিশ
কুরে কুরে খাবো রাষ্ট্রের কাঠামো , অবকাঠামো ।
- শামসুর রাহমান ।
আসুন আমরা এদের প্্রতিরোধের জন্য সম্মিলিত হই। এরা যেন আর আমাদের দেশকে ধ্বংস করতে না পারে ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




