ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, দেশে এখন বাটি চালান দিয়েও সত্যিকারের রাজনীতিবিদ পাওয়া যাবে না। এখন ইচ্ছা করলেই কাউকে নেতা বানানো যায়। নেতা হওয়ার জন্য মাঠে কাজ করতে হয় না। জেল জুলুম সহ্য করতে হয় না। পঁচাত্তরের পর থেকেই এ ধারা শুরু হয়েছে। এখন আগে মন্ত্রী হয় তারপর দলের সদস্যপদ নেয়।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপে মাহমুদুর রহমান মান্নার একটি বইয়ের মোড়ক উন্মোচন কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সংস্কার প্রস্তাব দিয়েছি বলেই শেখ হাসিনা ছাত্রলীগের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
অনুষ্ঠানে শিখা প্রকাশনীর প্রকাশক বাহারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, জাসদ একাংশের সভাপতি আ স ম আব্দুর রব।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশে এখন সংসদে নয় আমলারা আইন করে। তিনি বলেন, দেশে লুই আই ক্যানের (স্থপতি) সংসদ আছে, সংসদীয় গণতন্ত্র নেই। সংসদের মূল তিনটি বিষয় থাকে, বিতর্ক, আইন ও জবাবদিহিতা। এর কোনটিই নেই আমাদের সংসদে। বিতর্ক কে কার সাথে করবে। বিতর্ক করলে সবার পাণ্ডিত্য বেরিয়ে আসবে।
সুরঞ্জিত সেনগুপ্ত অর্থমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, বাবুদের কথায় পদত্যাগ করবেন না, বাবুদের ভোটে এমপি হওয়া যায়; পদত্যাগ করা যায় না। "১১ ফেব্রুয়ারি রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সুরঞ্জিত অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করলে অর্থমন্ত্রী বাবুদের কথায় পদত্যাগ করবেন না বলে মন্তব্য করেছিলেন।"
সুরঞ্জিত নিজ দলের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বাইরেই কথা বলি। কথা বলার আর জায়গা নেই। ফোরামেও কোরাম হয় না। আবার আমরা উপদেষ্টা। এ সময় সুরঞ্জিত সেন বহুদলীয় গণতন্ত্রের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



